দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ’ উদযাপনে আগামী ১০ জানুয়ারি শুরু হবে ‘কাউন্টডাউন’। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের ৮৩টি স্থানে বিশেষ ঘড়ি স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী মুজিববর্ষ লোগো উন্মোচনের সময় থেকেই এক যোগে এই কাউন্টডাউন শুরু হবে।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে গঠিত নিরাপত্তা উপ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সারাদেশে ১২টি সিটি করপোরেশন, ৫৩ জেলাসহ গুরুত্বপূর্ণ ২ উপজেলাতে কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হবে। এ উপলক্ষে ১০ জানুয়ারী একদিন বানিজ্য মেলা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হবে।

উল্লেখ্য যে, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে মুজিববর্ষের মূল অনুষ্ঠান শুরু হবে। চলবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০১,২০১৯)