এসি’র আগুনে সাংবাদিকপুত্রের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বাড্ডার আফতাবনগরে এসি থেকে লাগা আগুনে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পিয়াস বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে গ্লোবাল টিভিতে কাজ করছেন তিনি।
নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশসহ স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসিতে আগুন লেগেছিল নাকি বিস্ফোরণ হয়েছিল, তা এখন পর্যন্ত জানা যায়নি।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০২,২০২০)