আ.লীগের আমু-তোফায়েল, বিএনপির মোশাররফ-মওদুদ
![](https://bangla.thereport24.com/article_images/2020/01/04/4t.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। এতে টিম লিডার করা হয়েছে দলের দুই শীর্ষ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিষ্টার মওদুদ আহমদকে।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
দক্ষিণ সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করবেন ড. খন্দকার মোশাররফ হোসেনকে আর উত্তরে সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করবেন মওদুদ আহমদ।
দক্ষিণে ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল মাহমুদ টুকুকে। আর উত্তরে ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও সেলিমা রহমানকে।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। লন্ডন থেকে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন।
অন্যদিকে দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন দলটির দুই প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।
জানা গেছে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও তোফায়েল আহমেদকে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৪,২০২০)