যে তিন অভিনেত্রীকে চুম্বন দিতে রাজি হননি হাশমি
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। অভিনয় ছাড়াও ‘সিরিয়াল কিসার’ হিসেবে খ্যাতি রয়েছে তার। তবে তিন অভিনেত্রীর সঙ্গে কখনও চুম্বন দৃশ্যে অভিনয় করতে রাজি হননি তিনি।
আলিয়া ভাট: ইমরান এবং আলিয়া ভাট সম্পর্কে চাচাতো ভাই-বোন। তাই ইমরান পারিবারিক সম্পর্কের কারণে চুম্বনে একেবারেই রাজি নন তিনি।
জারিন খান: সালমান খানের হাত ধরেই ‘বীর’ ছবিতে আত্মপ্রকাশ জারিনের। ইমরান জারিনের সঙ্গে চুম্বন-দৃশ্য শুধু নয়, কোনো প্রকার ঘনিষ্ঠ দৃশ্যেই রাজি হননি।
কঙ্গনা: বলিউডে ইমরান হাশমির সঙ্গে গ্যাংস্টার ছবিতেই প্রথমবার সেলুলয়েডের পর্দায় দেখা যায় কঙ্গনাকে। কঙ্গনা ক্যারিয়ারের প্রথম দিকে ইমরানের সঙ্গে স্ট্রাগল করেছিলেন। সেই বন্ধুত্বের খাতিরেই ইমরান কঙ্গনার সঙ্গে চুম্বন দৃশ্যে নারাজ ছিলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১১,২০২০)