মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-শিশু নিহত, আহত ৮
চাঁদপুর প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় মা ও শিশু নিহত হয়েছেন। এতে ৮ যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌ রুটের মাঝেরচর এলাকায় ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কীর্তনখোলা-১০ লঞ্চটি বরিশাল নদী বন্দর থেকে রাত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে এবং ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট যাচ্ছিল। লঞ্চ দুটি মাঝেরচর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। হতাহতের মধ্যে ফারহান-৯ লঞ্চের তিন যাত্রী বাকিরা সবাই বরিশাল-ঢাকা রুটের কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী।
কীর্তনখোলা-১০ লঞ্চের ম্যানেজার ঝন্টু জানান, ফারহান লঞ্চটির কোনো রাডার না থাকায় কুয়াশার মধ্যে কীর্তণনখোলা লঞ্চটির মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৩,২০২০)