বামা’র নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফেকচার্স এসোসিয়েশন- বামা’র পরিচালনা পর্ষদের নবনির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাতলুব আহমাদ, সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট তাসকিন আহমেদ এবং জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী দ্বীন।
শনিবার রাজধানীতে সংগঠনটির কার্যালয়ে সর্বসম্মতিক্রমে নতুন এই পর্ষদ নির্বাচন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত পরিষদের মেয়াদ দুই বছর।
অটোমোবাইল ইন্ডাষ্ট্রির এই এসোসিয়েশন সদস্যদের স্বার্থ সংশিষ্ট বিষয় নিয়ে কাজ করে। স্থানীয় পর্যায়ে গাড়ি সংযোজন এবং উৎপাদনে সদস্যদেরপ্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকে। পাশাপাশি বিভিন্ন আইনী জটিলতা নিরসনসহ সরকারের সাথে যৌথভাবে নীতিমালা প্রনয়নের জন্য কাজ করে যাচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৩,২০২০)