নড়াইলে আজ থেকে শুরু ‘সুলতান মেলা’
নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিকেলে নড়াইলের সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মু. আনোয়ার হোসেন হাওলাদার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর মহিদ উদ্দিন।
এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। আগামি ২৭ জানুয়ারি মেলা শেষ হবে।
এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সাংবাদিক সুলতান মাহমুদসহ গণমাধ্যমকর্মীরা।
মেলায় বিভিন্ন গ্রামীণ খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। তবে এ বছর সুলতান পদক কে পাবেন, তা এখনও নির্ধারণ হয়নি।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৬,২০২০)