শীতে পরীর পরিকল্পনা
দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। অভিনয়, গ্ল্যামার, সামাজিক কাজ দিয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন। তিনি ফেইসবুকে নিয়মিত। স্ট্যাটাস দিয়ে বা ছবি পোস্ট করে নিজের অবস্থান জানান দেন। লাখো ভক্ত সেখানে লাইক দিয়ে, কমেন্টস করে এই নায়িকার সঙ্গে যুক্ত থাকেন।
কিছুক্ষণ আগে পরীমনি ফেইসবুক পেইজে একটি ছবি আপলোড করেছেন। ক্যাপশন লিখেছেন: ‘আমি শীতে পরিকল্পনা করি এবং বসন্তে তা বাস্তবায়ন করে থাকি।’
এরই মধ্যে স্ট্যাটাসটিতে হাজারের ওপর লাইক পড়েছে। অনেকে বিভিন্ন মন্তব্যও করেছেন। যদিও এ প্রসঙ্গে পরীমনির কোন মন্তব্য এখনও পাওয়া যায়নি।
পরীমনি সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। চলতি বছরের বিশেষ কোন দিনে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৬,২০২০)