দ্য রিপোর্ট প্রতিবেদক: সরস্বতী পূজার কারণে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শাহবাগে এসে একাত্মতা প্রকাশ করেন তিনি।

ছাত্রদের উদ্দেশে ভিসি বলেন, ‘তোমরা অহিংস আন্দোলনের পথ বেছে নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই।’ এ সময় তিনি আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে নির্বাচন পিছিয়ে দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৭,২০২০)