বিয়ের পরদিনই হাসপাতালে দীপঙ্কর দে
দ্য রিপোর্ট ডেস্ক: কলকাতার অভিনেতা দীপঙ্কর দে বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী এই অভিনেতা।
কলকাতার খ্যাতিমান এ অভিনেতা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে বিয়ে করেন অভিনেত্রী দোলন রায়কে (৪৯)। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়।
জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। দীপঙ্করের নববিবাহিতা স্ত্রী দোলন ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের দিন সকাল থেকেই দীপঙ্কর দের স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না। তবে পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠানটি বাতিল করতে চাননি দীপঙ্কর দে। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ের সংক্ষিপ্ত অনুষ্ঠান সারা হয়েছিল। ঘনিষ্ঠ কয়েকজনই আমন্ত্রিত ছিলেন সেই বিয়েতে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৮,২০২০)