খালেদার জামিন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল খারিজের আদেশের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন আপিল বিভাগ।
রবিবার (১৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চের সইয়ের পর, ১২ পৃষ্ঠার এ আদেশ প্রকাশ করা হয়।
পর্যবেক্ষণে বলা হয়, খালেদা জিয়া সম্মতি দিলে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে বাধ্য থাকবে বিএসএমএমইউ।
‘চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে সাক্ষ্য-প্রমাণবিহীন সাজা দেয়া হয়েছে’ তার আইনজীবীরা এমন অভিযোগ করলেও তা প্রমাণে ব্যর্থ হয়েছেন। মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির জন্য, অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নিতে বলেছেন আপিল বিভাগ।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৯,২০২০)