দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় পুলিশ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঘটনায় এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যু প্রাথমিকভাবে আত্মহত্যা বলে আমরা মনে করছি। তারপরও আমি ডিসিকে বলেছি একটি তদন্ত কমিটি গঠন করে দিতে। কারণ থানা হেফাজতে যদি কেউ আত্মহত্যা করে এটার দায় আমরা কেউ এড়াতে পারি না।

তদন্ত কমিটির প্রতিবেদনে যদি আমাদের কোনো কর্মকর্তার গাফিলতির প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। একটা মানুষ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার নিরাপত্তার দায়িত্ব অবশ্যই আমাদের বলে জানান ডিএমপি কমিশনার।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২০,২০২০)