খিলক্ষেতে বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাব-১ এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৩) নামের এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছে। এসময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযানে গেলে একদল মাদক ব্যবসায়ী র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি বন্ধের পর একজনকে পড়ে থাকতে দেখা যায়, পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায়- তার নাম আনোয়ার, সে একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। তার সহযোগীদের খোঁজা হচ্ছে।
তিনি আরও জানান, এই ঘটনায় র্যাব-১ এর একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ানশুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২১,২০২০)