অক্ষয় কুমারের পারিশ্রমিক ১২০ কোটি!
দ্য রিপোর্ট ডেস্ক: একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ২০১৯ সালে তার পাঁচটি সিনেমা ৭৫০ কোটি রুপি আয় করেছে।
তাই এখন বলিউডের বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে তিনি অন্যতম। শোনা যাচ্ছে নতুন ছবিতে অভিনেতা ১২০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।
‘বলিউড হাঙ্গামা’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আনন্দ এল রাই-র নতুন সিনেমায় অভিনয়ের জন্য ১২০ রুপি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়।
নতুন ছবিতে অক্ষয়ের পারিশ্রমিক প্রসঙ্গে ভারতীয় একটি সূত্র জানিয়েছে, অক্ষয় কুমার মোটা টাকার পারিশ্রমিক দাবি করে থাকেন এটা বলিউডে সবাই জানে। আর আজকের দিনে দাঁড়িয়ে অক্ষয়ের নামে যে শুধু হলভর্তি হয় তা নয়, অক্ষয় কুমারের ছবির ডিজিটাল ও স্যাটেলাইট রাইটসও বেশি টাকায় বিক্রি হয়। তাই অক্ষয় মনে করছে তার ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক প্রাপ্য।
শোনা যাচ্ছে, নতুন ছবিতে অক্ষয় কুমার ছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন সারা আলী খান ও ধনুশ। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। এবছরের মাঝামাঝি সময়ে ছবিটি ফ্লোরে যাবে বলে জানা গেছে। এখনও এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে বিস্তারিত জানা যেতে পারে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২২,২০২০)