‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’ আকাশ ও পৃথিবী
দ্য রিপোর্ট প্রতিবেদক: অনুষ্ঠিত হলো ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। জয়ী হয়েছেন শেখ ইমামুল হাসান আকাশ ও সুষমা ইসলাম পৃথিবী।
গতকাল বুধবার বাংলাদেশ মহিলা সমিতিতে বসেছিল এই প্রতিযোগিতার ফাইনাল আসর।
মিস্টার ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন সৈয়দ মাহিবুর আলম মাহিন, দ্বিতীয় রানার-আপ হয়েছেন নবীন রায়। মিস ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন পৃথ্বী, দ্বিতীয় রানার-আপ লাইবা জান্নাত পৃথা।
এ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে বিচারকের দায়িত্ব পালন করেন শম্পা রেজা, এমদাদ হক, বুলবুল টুম্পা, আফরোজা পারভিন, পিয়াল হোসেন ও পল ডেভিড বারিকদার। এসময় শম্পা রেজা বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে আরো তুলে ধরতে হবে। আমাদের অনেক সম্পদ আছে। সুতরাং নকল না করে নিজস্বতাকে আরো তুলে ধরতে পারলে এই প্রতিযোগিতাগুলো আরো সফল হবে। এতে যারা অংশ নিয়েছে সবার মধ্যে পরিশ্রম করার মানসিকতা রয়েছে, যা আমার বেশ ভালো লেগেছে। সবার সাফল্য কামনা করছি।’
ওয়ালিস অ্যাসোসিয়েটস আয়োজিত এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী বেলাল খান। এছাড়াও নাচ ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এটি উপস্থাপনা করেন নীরব।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৩,২০২০)