চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ পারভীনের মৃত্যু
![](https://bangla.thereport24.com/article_images/2020/01/25/5.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানী মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ এক নারী মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাতে ঢাকা মেডিলেক কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নারী।
এ তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মারা যাওয়া ওই নারীর নাম পারভীন আক্তার (৩৫)।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৫,২০২০)