টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। লাহোরের দ্বিতীয় টি-টোয়েন্টি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার প্রথম ম্যাচে ১৪১ রানের পুঁজি নিয়েও লড়াই করেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাহমুদউল্লাহদের। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে থাকায় তাদের সামনে আজ (শনিবার) সিরিজ জয়ের হাতছানি। বিপরীতে বাংলাদেশের সিরিজ হার ঠেকাতে জিততেই হবে।
গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় আনা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসানকে। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ২০১৮ সালের পর আবারও জাতীয় দলে ডাক পাওয়া মেহেদী সুযোগ পেয়ে গেলেন একাদশেও। পাকিস্তান অবশ্য আগের ম্যাচের একাদশই রেখেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৫,২০২০)