ইশরাকের প্রচারণায় বিএনপি-আ.লীগের সংঘর্ষ, ফাঁকা গুলি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে সংঘর্ষ হয়েছে। টিকাটুলির হাঁটখোলা এলাকার এই সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর অনেক সমর্থকও রয়েছেন।
রবিবার দুপুর পৌনে একটার দিকে মতিঝিল এলাকায় ইশরাকের গণসংযোগ শেষে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের শুরুতে দুই পক্ষের কর্মী সমর্থকরা প্রথমে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করলেও পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ার খবর পাওয়া যায়। তবে কারা গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের খবর শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোস্তাফিজুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা জানান, ইশরাকের পাঁচটার দিকে বের হওয়ার কথা ছিল। কিন্তু তিনি এখান দিয়ে যাচ্ছিলেন তা আমরা জানতাম না। আমরা সংঘর্ষের খবর শুনে এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
সংঘর্ষের পর বাসায় ফিরে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বিনা উস্কানিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৬,২০২০)