ঢাকায় ইভিএমে ভোটগ্রহণে বাধা নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক: ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর উস সাদিক। ইসির পক্ষে ছিলেন ড. মো. ইয়াসিন।
এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।
আদেশের পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী বলেন, ইভিএমসংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে এখনো পাস হয়নি। এ অবস্থায় সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অবৈধ। তাই রিট দায়ের করেছিলাম। যেটি আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৬,২০২০)