পুলিশে যোগ দিলেন পরীমনি!
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়ে পুলিশ হবেন বলে স্বপ্ন দেখতেন চিত্রনায়িকা পরীমনি। কিন্তু ভাগ্যগুণে বনে যান রূপালি পর্দার নায়িকা। অধরা রয়ে গেল সেই স্বপ্ন।
তবে সেই স্বপ্ন বাস্তবে সম্ভব না হলেও এবার অভিনয়ের জন্য পূরণ হলো। আজ সোমবার এফডিসিতে পুলিশের পোশাকেই দেখা গেল ঢাকাই ছবির এই নায়িকাকে। অভিনয় করছেন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’-তে। তাকে দেখা যাবে সজলের বিপরীতে।
পরীমনি বলেন, ‘পুলিশ হওয়ার ইচ্ছে ছিলো বহুদিনের। পুলিশের পোশাকের একটা সম্মান আছে। বাস্তবে পুলিশরা সম্মান পায় জনগণের। আর এই পোশাক পরে আমি সম্মান পাবো আমার দর্শকদের। বিষয়টি বেশ ভালো লাগছে।’
‘পাফ ড্যাডি’ সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা সহিদ উন নবী। ওয়েব সিরিজটির মূল গল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সজল-পরী ছাড়াও এতে আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।
ওয়েব সিরিজটি ১০ পর্বে হওয়ার কথা থাকলেও অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য ৭ পর্বে শেষ হচ্ছে এটি।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৭,২০২০)