আবারো বিশ্রামে প্রভাস
দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘জান’। রাধা কৃষ্ণা পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ছুটি কাটিয়ে কিছুদিন আগে এ সিনেমার শুটিংয়ে যুক্ত হন প্রভাস।
ইতোমধ্যে সিনেমাটির তৃতীয় শিডিউলের শুটিং শেষ হয়েছে। এখন চতুর্থ শিডিউলের প্রস্তুতি চলছে। তৃতীয় শিডিউলের শুটিং শেষ করে আবারো সংক্ষিপ্ত বিশ্রামে গিয়েছেন প্রভাস ও তার টিম। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘প্রভাস ও তার টিম এখন সংক্ষিপ্ত বিরতি নিয়ে বিশ্রামে আছেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির চতুর্থ শিডিউলের শুটিং শুরু করবেন। পরিচালক তারই পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছেন।’
তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে ‘জান’ সিনেমা। আগামী অক্টোবরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। ৪০০ কোটি রুপির উপরে আয় করেছে এটি। হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে এই সিনেমা। পরিচালনা করেছেন সুজিত। প্রভাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৮,২০২০)