ভক্তের মোবাইল কেড়ে নিলেন সালমান
দ্য রিপোর্ট ডেস্ক: ছবি তুলতে আসা এক ভক্তের ফোন কেড়ে নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গোয়া এয়ারপোর্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোয়া এয়ারপোর্টে পৌঁছানোর পর এক ভক্ত অনুমতি না নিয়েই সালমানের সঙ্গে সেলফি তোলা এবং ভিডিও করার চেষ্টা করছিলেন। আর এতেই ক্ষেপে যান সালমান। ভক্তের হাত থেকে ফোন কেড়ে নিয়ে হেঁটে এগিয়ে যান তিনি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির জন্য গোয়া গেছেন সালমান। সেখানে শুটিং চলবে কয়েকদিন। এরপর মুম্বাই ফিরবেন। সূত্র: পিঙ্ক ভিলা।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৯,২০২০)