শাহরুখ খানের বোন নূর জেহান আর নেই
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের বোন নূর জেহান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
বলিউডলাইফ জানিয়েছে, নূর জেহান শাহরুখানে আপন চাচাতো বোন। তিনি পাকিস্তানের পেশোয়ারে বাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি ওরাল ক্যানসারে ভুগছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
নূর জেহান পেশোয়ারের কিসা খওয়ানি এলাকার বাসিন্দা। স্থানীয় ডিস্ট্রিক ও টাউন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি ২০১৮ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে পিকে-৭৭ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।
প্রসঙ্গত, শাহরুখ খানের পুর্বপুরুষদের বাড়ি পাকিস্তানে।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৯,২০২০)