সিটি নির্বাচন ঘিরে কোনো ঝুঁকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো কেন্দ্র ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতীপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। যে দু-একটি ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলা করছে।
আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছে। বর্তমানে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
ভোট মানেই বাংলাদেশে উৎসব। মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ৩০,২০২০)