দ্য রিপোর্ট ডেস্ক: মাহির নাম ও ছবি সম্বলিত একটি ভুয়া ফেসবুক পাতা ‘ভেরিফাইড’ হয়েছে। যার কারণে চিত্রনায়িকা মাহিয়া মাহি আসল ফেসবুক পাতা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন।

প্রায় দুই লাখের মতো ফলোয়ার সংখ্যার তার আসল ফেসবুক পাতা রেখে ভুয়া ফেসবুক পাতাটি কিভাবে ‘ভেরিফাইড’ হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমার ভুয়া পেজ ভেরিভাইড কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। আমার একটার পর একটা আইডি বন্ধ হয়েছে। এরপর ভুয়া পেজ ভেরিভাইড হলো, এটা খুব বিরক্তিকর। মানুষ ভেরিভাইড দেখে নিশ্চিত হয় সেটি আসল আইডি কি না, কিন্তু সেই অথেনসিটিও তো আর থাকল না।’

বিষয়টি নিয়ে কোনো আইনী ব্যবস্থা নেয়া যায় কি না সে বিষয়টিও ভাবছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ৩০,২০২০)