দ্য রিপোর্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আদম এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) তাদের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় ঘটনাস্থলেই তারা নিহত হন।

জানা গেছে, রাজধানী মাস্কট থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সাইকেলে করে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।

ওমানে বাংলাদেশ দূতাবাস সূত্রে সোমবার জানা যায়, কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন স্থানীয় একটি কোম্পানিতে চাকরিরত ৭-৮ জন বাংলাদেশি শ্রমিক। পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত একজন নিজুয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদের মধ্যে দুই জনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া এবং এক জনের কমলগঞ্জ উপজেলায় এবং অপরজনের বাড়ি কোথায় তা জানা যায়নি।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মুসলিম আলীর ছেলে লিয়াকত আলী (৩৫), শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী (৩৩) ও কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজারের টিলালাইন এলাকার আলম আহমেদ (৩৫)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৩,২০২০)