৩ আসনে উপ-নির্বাচনের ভোট ২১ মার্চ
![](https://bangla.thereport24.com/article_images/2020/02/06/2a.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: সংসদ সদস্যদের পদত্যাগসহ মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া ৫টি সংসদীয় আসনের ৩টিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা- ১০, গাইবান্ধা- ৩ ও বাগেরহাট- ৪ আসনে একই দিনে ভোট হবে আগামী ২১ মার্চ।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আলমগীর।
তিনি বলেন, ঢাকা- ১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন ব্যবহার করলেও অন্য দুই সংসদীয় আসনে পুরোনো পদ্ধতি ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হবে।
তিন আসনের উপ-নির্বাচনের তফসিলের প্রসঙ্গ টেনে ইসি সচিব বলেন, মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, আপিল দায়ের ২৪- ২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ, ভোট ২১ মার্চ।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৬,২০২০)