নিয়ন্ত্রণে এসেছে বনানীর বস্তির আগুন, পুড়ে ছাই শত শত ঘর
![](https://bangla.thereport24.com/article_images/2020/02/08/5t.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনির বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক শত ঘর।
তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এর আগে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৮,২০২০)