দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের সামনে প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের বিরুদ্ধে ফাইনালে নেমেছে বাংলাদেশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফাইনালে টসে জিতে বোলিং বেছে নিয়েছে আকবর আলির দল। ব্যাট করতে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরে বাংলাদেশি বোলাররা। প্রথম ওভারটা মেডেন দিয়েছেন পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত শরিফুল ইসলাম।

সপ্তম ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন অভিষেক দাস। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে দিব্যাংশ সাক্সেনা পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারতে চেয়েছিলেন। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়কে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। ৭ বল খেলে ২ রান করেন ভারতীয় ওপেনার। ৯ রানে প্রথম উইকেট পতনের পর খানিকটা চুপসে যায় ভারতীয় ব্যাটসম্যানরা।

কিন্তু ধীরে ধীরে সেই অবস্থা থেকে তারা বেরিয়ে আসছে। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি যশম্বী জশোয়াল ইতিমধ্যে ফিফটি করে ফেলেছেন।

যয়স্বী জয়সাওয়াল ও তিলক ভার্মার জুটি বিপজ্জনক হয়ে উঠছিল। তারা দুজন ২২.২ ওভারে ৯৪ রান তুলে ফেলেছিল। তবে এই জুটিকে সেঞ্চুরি পূর্ণ করতে দেননি তানজিম হাসান সাকিব। তার বলে শরীফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিলক ভার্মা। ৬৫ বল খেলে ৩৮ রান করেছেন তিনি।

এরপর ভারতের অধিনায়ক প্রিয়ম গর্গকে সেট হওয়ার আগেই ফিরিয়ে দেন রাকিবুল হাসান। তানজিম হাসান সাকিবের তালুবন্দি হওয়ার আগে ৯ বলে ৭ রান করে গর্গ। এ প্রতিবেদন লেখার সময় ভারত ৩ উইকেটে ১১৬ রান তুলেছে। জশোয়াল ৬৩ ও ধ্রুব জুয়েল ১ রান নিয়ে ব্যাট করছেন।

বাংলাদেশ প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠলেও পাঁচ ফাইনাল চারবার শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হাসান মুরাদের পরিবর্তে একাদশে এসেছেন অভিষেক দাস। ভারত অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

এবারের আসরে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে প্রথমবারের মত ফাইনালে উঠে বাংলাদেশ।

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। শেষ চারে পাকিস্তানকে ১০ উইকেটে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই প্রথম ফাইনালে উঠেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য ছিল তৃতীয় স্থান। সেটি ২০১৬ সালে।

বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।

ভারত একাদশ : প্রিয়ম গর্গ (অধিনায়ক), যশস্বী জসওয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।