ক্রিকেটারদের অভিনন্দনে ভাসছেন যুবারা
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের যুবাদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এরপর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছে যুবারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার অভিনন্দনে সিক্ত হচ্ছেন আকবর আলী-রকিবুল হাসানরা। এ যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশের বর্তমান ক্রিকেটাররা। অভিনন্দন জানিয়েছেন ইয়ান বিশপ, টম মুডি ও জেপি ডুমিনিসহ অন্যান্যরাও।
মাশরাফি বিন মুর্তজা যুব দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের ছেলে অভিষেক দাস, রকিবুল, শরীফুল, ইমন এবং সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের। ইউ বিউটি আকবর। কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় শিখে ফেলেছো। দারুণ এক অর্জন। বাংলাদেশের প্রত্যেকের জন্যই এটি একটি দারুণ মুহূর্ত। তোমরা অনেক দূর যাবে। আশা করছি তোমাদের হাত ধরে ভবিষ্যতে আরো অনেক সাফল্য আসবে। মুহূর্তটাকে উপভোগ করো। চিয়ার্স মিস্টার ক্যাপ্টেন আকবর। অভিনন্দন বাংলাদেশ।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!! কোনো দ্বিধা ছাড়াই আমি বলতে চাই যে বাংলাদেশের একজন ক্রিকেটার হওয়াটা আমার জীবনের সেরা অর্জন। যুবারা আমাকে যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুবাদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘যুব টাইগাররা করে দেখিয়েছে। ভারতের যুবাদের ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। যুবারা প্রশংসা পাওয়ার দাবিদার।’
তামিম ইকবাল লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২০ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে প্রাণঢালা অভিনন্দন। তোমরা গোটা দেশকে গর্বিত করেছো।’
দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি লিখেছেন, ‘পফেচট্রুমে দারুণ দৃশ্যের মঞ্চায়ন হল। বাংলাদেশ অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে। ভারত ভালো লড়াই করেছে। স্ট্যান্ডার্ড ক্রিকেট, আজ এবং পুরো টুর্নামেন্ট জুড়েই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট দেখেছি। অভিনন্দন বাংলাদেশ।’
ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং লিখেছেন, ‘এটা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা ফাইনাল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতায় অভিনন্দন বাংলাদেশ। টিম ইন্ডিয়া হতাশ হইয়ো না। তোমরা চ্যাম্পিয়নের মতো খেলেছো।’
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১০,২০২০)