৯২তম অস্কারে সেরা যারা
দ্য রিপোর্ট ডেস্ক: অস্কার হলো হলিউডের পুরস্কার মৌসুমের ক্লাইম্যাক্স। প্রতি বছর চলচ্চিত্রপ্রেমীরা অধির আগ্রহে এর অপেক্ষা করেন। বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার কার হাতে উঠবে তা নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা।
সোমবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে অস্কারের ৯২তম আসর। টানা দ্বিতীয়বারের মতো এবারো অনুষ্ঠান হয়েছে সঞ্চালক ছাড়া। সেরাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন তারকা শিল্পীরা।
চলুন তাহলে দেখে নেওয়া যাক এবারের সেরা বিজয়ীদের নাম:-
সেরা চলচ্চিত্র: প্যারাসাইট
সেরা অভিনেতা: জোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার( জুডি)
সেরা পার্শ্ব অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা: হেয়ার লাভ
সেরা বিদেশি ভাষার সিনেমা: প্যারাসাইট
মৌলিক সুর: হিলডুর গুয়োনাডুটির (জোকার)
সেরা অ্যানিমেশন সিনেমা: টয় স্টোরি ফোর
সেরা চিত্রনাট্য (সংগৃহীত): টাইকা ওয়েটিটি (জোজো র্যাবিট)
সেরা চিত্রনাট্য (মৌলিক): বং জুন–হো এবং হান জিন ওন (প্যারাসাইট)
সেরা চিত্রগ্রহণ: রজার ডেকিন্স (১৯১৭)
সেরা সিনেমা সম্পাদনা: অ্যান্ড্রু বাকল্যান্ড ও মাইকেল ম্যাককাস্কার (ফোর্ড ভার্সেস ফেরারি)
মৌলিক গান: আই অ্যাম গনা লাভ মি এগেইন (রকেটম্যান)
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১০,২০২০)