দ্য রিপোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন টাইগার যুবারা। বাংলাদেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন তারা। মূলত অধিনায়ক আকবরের হার না মানা ৪৩ রানের ইনিংসে শক্তিশালী ভারতকে হারিয়েছে লাল-সবুজের দল। বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে তারা।

আইসিসি’র বৈশ্বিক কোন টুর্নামেন্টে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা। বিশ্বকাপ জয়ী দলকে দেশের মাটিতে বরণ করে নেয়ার জন্য উন্মুখ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটপ্রেমীরা। ১২ ফেব্রুয়ারি, বুধবার সকাল ৮টায় এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দল। বিমানবন্দরে পুরো দলকে ফুলেল অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

সেই অভ্যর্থনা ও সংবর্ধনার আয়োজন কেমন হবে, সেটা স্থির করতে বিসিবি মঙ্গলবার দুপুরে বৈঠকে বসছে। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন মিরপুরের হোম অব ক্রিকেটে বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকে বসছেন। উৎসবের আমেজে ভাসছে এখন বিসিবি। চলছে অভিনন্দনের পসরা। পুরো সময়টাকে স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১০,২০২০)