দিরিপোর্ট২৪ ডেস্ক : ভিয়েতনামের দিকে ধেয়ে যাওয়া স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশটির প্রায় ছয় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ঘূর্ণিঝড়টি রবিবার ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত হানার আশঙ্কায় চীনেরও সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় হাইয়ান ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে শুক্রবার সকালে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের দক্ষিণ-পূর্ব গুইউয়ানে আঘাত হানে।

হাইয়ানের তাণ্ডবে ফিলিপাইনের অনেক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংস্তূপের কাদার মধ্যে ও রাস্তাঘাটে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে বলেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। লেয়েটে প্রদেশের তাকলোবান শহরেই নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১০, ২০১৩)