চবির শিক্ষার্থীবাহী বাস খাদে, আহত ২৫
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর চেয়ারম্যানঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি। মনিয়াপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় আসার পর অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে ২৫ শিক্ষার্থী আহত হন।
চবি প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৩,২০২০)