দ্য রিপোর্ট ডেস্ক: ভালোবাসা দিবসের আগের দিন বর্তমান স্বামী সৃজিত মুখার্জিকে নিয়ে টুইটারে একটি স্ট্যাটাস দেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

তার সেই স্ট্যাটাসের নিচে মিথিলা ও সৃজিতকে ট্যাগ করে একটি মন্তব্য করেন আলিম নামের এক বাংলাদেশি যুবক।

আলিম লেখেন– ‘তাহসানের মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয়কে ধরেছে।’

মিথিলা এই টুইটের কোনো জবাব না দিলেও তার স্বামী সৃজিত ঠিকই ওই ব্যক্তিকে একহাত নিলেন।

সৃজিতের জবাব– ‘আমি জানি, রোজ আয়নায় দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি, দুটোর জন্যই টাকা জমাচ্ছি।’

কিছু দিন আগেই পার হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আর এই প্রেমের মৌসুমে সৃজিত আপাতত রয়েছেন শ্বশুরবাড়ি, ঢাকাতেই।

আর বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরিচালক মন খুলে শেয়ার করেছেন মিথিলার সঙ্গে প্রথম আলাপ থেকে বিয়ের নানা অজানা তথ্য।

প্রসঙ্গত জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম।

দ্বিতীয় বিয়ের আগে অবশ্য নাট্যনির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার বেশ কিছু অন্তরঙ্গ ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৭,২০২০)