নৌপরিবহন সচিব হলেন মেজবাহ্ উদ্দিন
![](https://bangla.thereport24.com/article_images/2020/02/20/5t.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
তাকে সচিব পদে পদোন্নতির পর নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
সিলেটের বিভাগীয় কমিশনার থাকার সময় গত বছরের ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পান মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২০,২০২০)