লাফার্জেই সবচেয়ে বেশি টাকার লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৫২১ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩১ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ২.৯০ শতাংশ। এর মাধ্যমে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ স্থানটি ধরে রেখেছে লাফার্জহোলসিম।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ১১৪ কোটি ৫১ লাখ ৯৩ হাজার টাকার খুলনা পাওয়ারের এবং ১০১ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে সামিট পাওয়ার।
এছাড়া ওরিয়ন ফার্মার ৮৭ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকার, গ্রামীণফোনের ৮৩ কোটি ১৪ লাখ ১২ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্টের ৭০ কোটি ৫১ লাখ ৬৬ হাজার টাকার, বেক্সিমকোর ৬৪ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৬৩ কোটি ৮০ লাখ ৮৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬৩ কোটি ৬৩ লাখ ৭১ হাজার টাকার এবং এডিএন টেলিকমের ৬২ কোটি ৩০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২২,২০২০)