নওগাঁয় ট্রাকচাপায় নিহত ২
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক চাপায় দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়নুল ও রফিক। জয়নুলের বাড়ি উপজেলার বিষ্ণুপুর এলাকায়। নিহতরা দুজনই একমি কোম্পানির প্রতিনিধি ছিলেন।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সকাল ৯টার দিকে ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি চাপা দেয়।
এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চারযাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।
আহত অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৪,২০২০)