ইরানের ভাইস প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত
দ্য রিপোর্ট ডেস্ক: ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।
এবতেকার হলেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির মন্ত্রিসভার প্রথম সদস্য যিনি করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তিনি রুহানি ও ইরানের মন্ত্রিসভার বৈঠকে ছিলেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে করোনা আক্রান্ত ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইরানে নতুন করে ১০৬ জন শনাক্ত হয়েছে।
আর দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। যা চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৮,২০২০)