ফেনীতে গুলিতে দুই ‘ডাকাত’ নিহত
ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে গুলিতে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। ডাকাত দলের দুই পক্ষে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উত্তর মঙ্গলকান্দি গ্রামে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক মাঈনুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর মঙ্গলকান্দি গ্রামের বিসমিল্লাহ ব্রিকফিল্ডের পাশ থেকে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের নামপরিচয় জানা যায়নি। লাশ দুটি ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৮,২০২০)