চিত্রনায়িকা তানিনের একাধিক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস
দ্য রিপোর্ট ডেস্ক: চিত্রনায়িকা তানিন সুবাহর বেশকিছু অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বেশ ক`টি প্ল্যাটফরমে একাধিক `অন্তরঙ্গ` ছবি ঘুরতে দেখা যায়। সেসব ব্যক্তিগত ছবিতে নির্দিষ্ট কোনো পুরুষ ছিলেন না, ছিলেন বিভিন্ন মুহূর্তে ভিন্ন ভিন্ন।
বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।
এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিন সুবাহ`র। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবাহ।
জানা গেছে, স্বামী পনিরকে ২০০৮ সালে ডিভোর্স দেন তানিন। সে ঘরে তৃষিতা নামের এক মেয়ে আছে। এর আগে এই নায়িকার পার্লার ব্যবসার আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবরও আসে। সে সময় তিনি সেসব অস্বীকার করেছিলেন। তবে ওবায়দুর নামের এক ব্যবসায়ী তাননিকে গাড়ি উপহার দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ার পর তানিনের সঙ্গে একাধিক পুরুষের সাথে সম্পর্কের বিষয় উঠে আসে। মিডিয়া পাড়ায় চলছে সেসব।
উল্লেখ্য, ২০১৫ সালে নিজ বিউটি পার্লারের কর্মী টুনিকে অপহরণ এবং অনৈতিক সম্পর্কের জড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তানিন সুবহা। অপহরণ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন। গত ২৮ অক্টোবর টুনি নামের এক বিউটিশিয়ানের পরিবারের অভিযোগের ভিত্তিতে তানিনকে গ্রেপ্তার করে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৮,২০২০)