চন্দনাইশে জোট প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৭
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে ১৯ দলীয় জোটের প্রার্থী এলডিপি সমর্থিত মোহাম্মদ আবদুল জব্বারের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সাতজন আহত হয়েছেন। দোহাজারীতে একটি ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ সব ঘটনা ঘটে।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন দ্য রিপোর্টকে জানান, দুর্বৃত্তরা আব্দুল জব্বারের গাড়িতে হামলা করেছে। এতে তার গাড়ির জানালার কাচ ভেঙে গেছে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
আবদুল জব্বার দ্য রিপোর্টকে জানান, আমাকে হত্যার জন্য আওয়ামী লীগের লোকজন আমার ওপর হামলা করেছে। সন্ত্রাসীরা আমার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমার সাত সমর্থক আহত হয়েছে।
অপরদিকে চন্দনাইশের দোহাজারী ইউনিয়ন কেন্দ্রের বাইরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এএস/শাহ/মার্চ ১৫, ২০১৪)