দ্য রিপোর্ট প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৮৭ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৮৫৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৫ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৩.৭৫ শতাংশ। এর মাধ্যমে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে গ্রামীণফোন।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৯০ কোটি ৬৭ লাখ ৪১ হাজার টাকার ভিএফএস থ্রেড ডাইংয়ের এবং ৭৬ কোটি ৩২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ওরিয়ন ফার্মা।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ৭০ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৬৪ কোটি ২০ লাখ ১২ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬১ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫৫ কোটি ৬৯ লাখ ৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫৪ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫২ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ৫০ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৯,২০২০)