মোদির সফর চূড়ান্ত করতে দিল্লী যাচ্ছেন স্পিকার
![](https://bangla.thereport24.com/article_images/2020/02/29/s2.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এবং সিনিয়র সংসদ সচিব ড. জাফর আহমেদ খান আগামী সোমবার নয়াদিল্লী যাচ্ছেন।
মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদি সে আমন্ত্রণ গ্রহণ করেছেন। সেই আমন্ত্রণ চূড়ান্ত করার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী দিল্লী সফরে যাচ্ছেন বলে জানা গেছে।
স্পিকার আমন্ত্রণের বিষয়টি নরেন্দ্র মোদিকে মনে করিয়ে দেবেন। এছাড়াও স্পিকার ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য যে, আগামী ২২ এবং ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সেই বিশেষ অধিবেশনে প্রণব মুখার্জির বক্তৃতা রাখার কথা। জানা গেছে, শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী ঢাকায় আসবেন না। তবে সোনিয়া গান্ধী না আসলেও তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন স্পিকার।
(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৯,২০২০)