বলিউড সিনেমায় একসঙ্গে মহেশ-রণবীর?
দ্য রিপোর্ট ডেস্ক: তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। প্রায়ই গুঞ্জন শোনা যায়, বলিউডে পা রাখতে চলেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
ফের গুঞ্জন উঠেছে, বলিউডের একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয় করবেন মহেশ বাবু। এখানেই শেষ নয়, এতে এই অভিনেতার সঙ্গে থাকবেন রণবীর সিং। সিনেমাটি পরিচালনা করবেন রোহিত শেঠি।
জানা গেছে, মহেশ বাবুর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি তার ব্যানারে এই সিনেমা নির্মাণ করতে চাইছেন। এ বিষয়ে মহেশ বাবুকে প্রস্তাবও দেয়া হয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
এর আগে বলিউড সিনেমায় অভিনয় প্রসঙ্গে মহেশ বাবু বলেন, আমি বলিউড সিনেমায় কেন অভিনয় করব? আমি তেলেগু সিনেমাতেই খ্যাতি অর্জন করেছি। ভক্তরা আমাকে পছন্দ করেন। অনেক চড়াই-উৎরাই পার করে আমি এখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। হিন্দি সিনেমাতে অভিনয় করে আমি কেন আবার নিজেকে নড়বড়ে অবস্থানে নিয়ে যাব?
তিনি আরো বলেন, আমি তেলেগু ইন্ডাস্ট্রিতেই অনেক খুশি আছি। অবশ্য বলিউডে অভিনয়ের প্রস্তাব সবসময়ই পেয়ে থাকি। কিন্তু আমি এখানেই সাফল্য পেয়ে খুশি। আর বাহুবলি’র মতো সিনেমা নির্মাণের পর সবাই বুঝতে পেরেছেন দক্ষিণী সিনেমারও ভালো সম্ভাবনা রয়েছে। এখন বলিউড, টলিউড সীমানা ভেঙে গেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ মার্চ,২০২০)