গেইনারের শীর্ষে খুলনা প্রিন্টিং
দ্য রিপোর্ট প্রতিবেদক: রবিবার (১ মার্চ) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬.৩০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৭.৬০ টাকায়। অর্থাৎ আজ এর শেয়ার দর ১.৩০ টাকা বা ৭.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ৫.৮০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৫.২০ শতাংশ।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জানা গেছে, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫.০১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৭৬ শতাংশ, ব্রাক ব্যাংকের ৪.৫৮ শতাংশ, ব্রাক ব্যাংকের ৪.৫৮ শতাংশ, হাক্কানী পাল্পের ৪.৫০ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৩.৪৩ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টর ৩.২৬ শতাংশ এবং পপুলার লাইফ ইন্সুরেন্সের ২.৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ,২০২০)