দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগের জন্য নতুন বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা কমেছে। চলতি বছরের দ্বিতীয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পুরুষ এবং দেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের জন্য সাড়ে ৮’শ বিও হিসাব খুলেছে। অপরদিকে মাসটিতে নারী ও বিদেশী বিনিয়োগকারীরা ৭’শর বেশি বিও হিসাব বন্ধ করেছে। আর কোম্পানির বিনিয়োগকারীরা ৭৩টি বিও হিসাব খুলেছে। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে ১৪৪টি বিও হিসাব বেড়েছে।

জানা গেছে, জানুয়ারি মাসের শেষ কার্যদিবস শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৫ লাখ ৭৮ হাজার ৫০৩টি। আর ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৬৪৭টিতে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ১৪৪টি বিও হিসাব বেড়েছে।

২৫ লাখ ৭৮ হাজার ৬৪৭টি বিও হিসাবের মধ্যে পুরুষ বিও হিসাবধারী রয়েছে ১৮ লাখ ৮০ হাজার ৩৮৩টি। জানুয়ারি মাসের শেষ কার্যদিবস পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৯ হাজার ৮১৮টি। অর্থাৎ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৫৬৫টি বেড়েছে।

একই সময়ে নারী বিনিয়োগকারীরা ৪৯৪টি বিও হিসাব বন্ধ করেছে। জানুয়ারির শেষ কার্যদিবস নারী বিও বিনিয়োগকারীদের হিসাব ছিল ৬ লাখ ৮৫ হাজার ৪৭৯টি। ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস নারী হিসাবধারী দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৯৮৫টিতে।

ফেব্রুয়ারি মাসে কোম্পানি বিনিয়োগকারীদের বিও হিসাব ৭৩টি বেড়েছে। জানুয়ারির শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব ছিল ১৩ হাজার ২০৬টি। আর ফেব্রুয়ারির শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৯টিতে।

জানুয়ারির শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৪ লাখ ১৯ হাজার ৯০১টি। ফেব্রুয়ারির শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৪ লাখ ২০ হাজার ১৯৬টিতে। অর্থাৎ ফেব্রুয়ারিতে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ২৯৫টি বেড়েছে।

একই সময়ে বিদেশী বিনিয়োগকারীরা ২২৪টি বিও হিসাব বন্ধ করেছে। জানুয়ারি মাসের শেষ কার্যদিব বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯৬টি। আর ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৭২টিতে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ,২০২০)