দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের আলোচিত প্রেমিক যুগল মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। তারা চুটিয়ে প্রেম করছেন এ খবর কারো অজানা নয়।

শোবিজের বিভিন্ন পার্টি ছাড়াও নিজেদের মতো করে ঘুরে বেড়ান এই জুটি।

এবার খেতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন মালাইকা-অর্জুন। গত রোববার ‘ডিনার ডেটে’ গিয়েছিলেন তারা। ইচ্ছে ছিল, রোমান্টিক মুহূর্ত পার করার। কিন্তু তা আর হলো না। বরং খাবার পার্সেল করে বাসায় ফিরতে হয়েছে তাদেরকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—রোববার এ জুটির হাতে বেশ কিছুটা সময় ছিল। তাই সন্ধ্যায় মুম্বাইয়ের এক নামজাদা রেস্তোরাঁয় খেতে যান তারা। কিন্তু রেস্তোরাঁ কর্তৃপক্ষ স্পষ্ট করে জানান, কোনো টেবিল ফাঁকা নেই। তাই বাধ্য হয়ে খাবারের প্যাকেট নিয়ে বাড়িতে ফিরেন তারা। ততক্ষণে যদিও পাপারাজ্জিরা পৌঁছে গিয়েছিল সেখানে। ক্যাজুয়াল টি শার্টে অর্জুন এবং কাট আউট ড্রেসে মালাইকা ধরা দিয়েছেন তাদের ক্যামেরায়।

শুধু মালাইকা-অর্জুন-ই নয়, এর আগে একই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন জানভি কাপুর। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এজন্য ছুটির দিনে প্রিয় রেস্তোরাঁতে খেতে যাওয়া একেবারে পছন্দ নয় শ্রীদেবী কন্যার। ৩০-৪৫ মিনিট অপেক্ষা করার পর টেবিল ফাঁকা পাওয়া যায়। কিন্তু ততক্ষণে খিদে নাই হয়ে যায়।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ,২০২০)