সহযোগী প্রতিষ্ঠানের ৬৫ শতাংশ শেয়ার গ্রহণ করবে ইবনে সিনা
দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ‘ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি’র ৬৫ শতাংশ উদ্যোক্তা শেয়ার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি প্লাস্টিক ও পলিমার এবং পেট বোতল উৎপাদন ও বাজারজাত করবে। ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানির ১০ কোটি টাকা রয়েছে পরিশোধিত মূলধন।
‘ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি’তে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং ইবনে সিনা ট্রাস্ট যৌথভাবে বিনিয়োগ করবে।
নিয়ন্ত্রক সংস্থা সমূহের অনুমোদনের পর চাকপাড়া, মাওনা, শ্রীপুর, গাজীপুরে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হবে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এবং ইবনে সিনা ট্রাস্ট সহযোগী প্রতিষ্ঠান ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ,২০২০)