শান্তি চুক্তির পর তালেবানের ওপর মার্কিন বিমান হামলা
দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণের প্রদেশ হেলমান্দে তালেবানের ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তালেবানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তি স্বাক্ষরের তিন দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো। বুধবার মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট এক টুইটে বলেছেন, তালেবান যোদ্ধারা ‘সক্রিয়ভাবে তল্লাশি চৌকিতে (আফগান ন্যাশনাল সিকিউরিটে ফোর্সের) হামলা চালাচ্ছে। হামলা নস্যাতে এটা ছিল প্রতিরক্ষামূলক বিমান হামলা।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে প্রয়োজন পড়লে তারা আফগান বাহিনীকে রক্ষা করবে।
কর্নেল সনি বলেন, ‘তালেবান নেতৃত্ব সহিংসতা কমিয়ে আনতে এবং হামলা না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে (আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে)। আমরা তালেবানকে অপ্রয়োজনীয় হামলা বন্ধ ও তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানাচ্ছি।’
শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দুদিনের মাথায় সোমবার আফগান নিরাপত্তা বাহিনীর ওপর নিয়মিত হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তালেবান। মঙ্গলবার একটি কপার খনির কাছে তল্লাশি চৌকিতে গোষ্ঠীটির হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয় বলে দাবি করেছে কাবুল। এছাড়া গত ২৪ ঘন্টায় হেলমান্দসহ ৯টি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানরা সংঘাতে জড়িয়ে পড়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তালেবান অবশ্য আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা কিংবা মার্কিন বিমান হামলার বিষয়ে কোনো মন্তব্য করে নি।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ,২০২০)